বিজয় দিবস ২০২৫
Institute of Community Ophthalmology–এর শুভেচ্ছা বার্তা
১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। এই দিনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয়ের অর্জনের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। বিজয় দিবস ২০২৫ উপলক্ষে Institute of Community Ophthalmology (ICO) দেশের সর্বস্তরের জনগণকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা ও স্বাধীনতার স্বাদ।
বিজয়ের চেতনা আমাদের অনুপ্রাণিত করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে। সেই চেতনাকে ধারণ করে Institute of Community Ophthalmology দীর্ঘদিন ধরে মানুষের চোখের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও সহজলভ্য চক্ষুস্বাস্থ্যসেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।
দৃষ্টিশক্তি মানুষের জীবনমান উন্নয়নের একটি মৌলিক উপাদান। একটি সুস্থ দৃষ্টিসম্পন্ন জনগোষ্ঠীই পারে দেশের সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিতে। বিজয়ের এই দিনে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি—অন্ধত্ব প্রতিরোধ ও কমিউনিটি-ভিত্তিক চক্ষুস্বাস্থ্যসেবার বিস্তারে আমাদের প্রচেষ্টা আরও জোরদার করব।
বিজয় দিবস ২০২৫ আমাদের নতুন করে শপথ করায়—স্বাধীনতা ও বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে একটি সুস্থ, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।
শুভ বিজয় দিবস ২০২৫।
Institute of Community Ophthalmology (ICO)